কিভাবে NID কার্ড বের করা যায়?

Share:

NID কার্ড বের করবেন কিভাবে!



NID (National identity card)  বের করার জন্য আপনার মোবাইলে / ডেস্কটপে অবশ্যই Chrome বা Mozila firefox যেকোনো একটি ব্রাউজার ইন্সটল করে নিতে হবে। এর পর গুগলে services.nid.gov.bd লিখে সার্স করলে, নির্বাচন কমিশন বাংলাদেশের অফিসিয়াল ওয়েব সাইট চলে আসবে।


এবার উপরের ট্যাবে দেখতে পাবেন রেজিস্টার নামক একটি ট্যাব রয়েছে, এই ট্যাবে ক্লিক করার পর নিচের রেজিস্ট্রিশন ফরম পূরণ করতে চাই বাটনে ক্লিক করতে হবে। 

এবার আপনার nid card যদি পূর্বে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না।


আর যদি পূর্বে যদি রেজিস্ট্রেশন করে না থাকেন তাহলে আপনাকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। সেক্ষেত্রে আপনার ভোটার স্লিপ এর প্রয়োজন হবে। 

নতুন রেজিস্ট্রেশন করার জন্য একাউন্ট নেই এই অপশনে রেজিস্ট্রেশন করুন এই বাটনে ক্লিক করতে হবে,


ক্লিক করার পর একাউন্ট রেজিস্ট্রার নামক একটি ফরম শো করবে।  এবার আপনাকে এই ফরমটি পূরণ করতে হবে। ফরমটিতে ফর্ম নম্বর, জন্ম তারিখ ও ক্যাপচা পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। 

এরপর আপনার বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানার একটি ফরম আসবে। এখানে ড্রপডাউনমেনু থেকে বিভাগ, জেলা ও উপজেলা সঠিকভাবে পূরণ করে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে। 

পরবর্তী বাটনে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারের লাস্ট ৩ ডিজিট ও প্রথম ৩ ডিজিট শো করবে এবং সে নম্বরে একটি বার্তা পাঠাতে বলবে, এবার বার্তা পাঠান বাটনে ক্লিক করলে, আপনার ফোনে ৬ সংখ্যার একটি যাচাইকরণ কোড যাবে। এবার মেসেজ থেকে কোডটি কপি করে খালি ঘরে পূরণ করে বহাল এ ক্লিক করুন। ক্লিক করলে নিচের ছবিটির মতো একটি পেজ শো করবে। এবার প্রদত্ত নির্দেশনা মোতাবেক NID WALLET এপ্লিকেশনটি ডাউনলোড করে



 QR কোড স্ক্যান করলে ( এজন্য আপনার অন্য একটি এন্ড্রয়েড ফোনের প্রয়োজন হবে ) nid wallet আপনার ফেস স্ক্যান করার জন্য বলবে। আপনার ফেস স্ক্যান করলে আপনার প্রোফাইলটি শো করবে এবং প্রোফাইলটিকে সুরক্ষিত করার জন্য পাসওয়ার্ড সেট করার জন্য বলবে।

এখন ইউজার নেম ও পাসওয়ার্ড সেট করে আপডেট বাটনে ক্লিক করলে আপনার nid card ডাউনলোড করার একটি অপশন পেয়ে যাবেন,


ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনার nid card এর .pdf fille ডাউনলোড হয়ে যাবে। 
কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানান।    


1 comment:

  1. আপনার এই পোস্ট দেখে আমার আইডি কার্ড বের করলাম। অসংখ্য ধন্যবাদ👍

    ReplyDelete

Featured post

কিভাবে NID কার্ড বের করা যায়?

NID কার্ড বের করবেন কিভাবে! NID (National identity card)  বের করার জন্য আপনার মোবাইলে / ডেস্কটপে অবশ্যই Chrome বা Mozila firefox যেকোনো একট...