পিক্সেল ও রেজুলেশন কি?

Share:

জেনে নিন Pixel and Resulation কি!


What is Pixel and Resulation


পিক্সেলঃ

একটি ইমেজের ডট পার ইঞ্চিকে পিক্সেল বলে। অর্থাৎ সহজভাবে বলতে গেলে পিক্সেল হলো একটি ইমেজের ক্ষুদ্রতম অংশ। পিক্সেল রেজুলেশনের একক।

রেজুলেশনঃ

লম্বালম্বিভাবে ও আড়াআরিভাবে যত সংখ্যক পিক্সেল বিদ্যমান রয়েছে এগুলোকে একত্রে রেজুলেশন বলে। একটা ছবির কোয়ালিটি ভালো খারাপ তার রেজুলেশন এর উপর নির্ভর করে। পিকচারের রেজুলেশন যত বেশি হবে পিকচার তত ভালো হবে। আবার রেজুলেশন কম হলে ছবি ফেটে যায়।               

Post a Comment

No comments

Featured post

কিভাবে NID কার্ড বের করা যায়?

NID কার্ড বের করবেন কিভাবে! NID (National identity card)  বের করার জন্য আপনার মোবাইলে / ডেস্কটপে অবশ্যই Chrome বা Mozila firefox যেকোনো একট...