কিভাবে ফেসবুক ফ্রেম তৈরি করা যায়

Share:

কিভাবে ফেসবুক ফ্রেম তৈরি করা যায়

ফেসবুক ফ্রেমের সাইজ কত নিতে হয় ?

ফ্রেম ডিজাইন করার সময় অবশ্যই স্কয়ার সাইজ নিয়ে ডিজাইন করবে। তবে খেয়াল রাখবেন ডিজাইনটি যেন ৪০০*৪০০ পিক্সেল নিচে যেন না হয়, এর চেয়ে বেশি সাইজ হলে কোন সমস্যা হবে না। সআইজ বেশি নিয়ে করলে পরবর্তীতে যখন এটি আপলোড করবেন তখন আর  এটি ফাটবে না।

ফেসবুক ফ্রেম কোন ফরম্যাটে করতে হয়?

ফেসবুক ফ্রেম .png  ফরম্যাট এ করতে হয়।

 

ফেসবুক ফ্রেম কিভাবে আপলোড করবেন? 

ফেসবুক ফ্রেম ডিজাইন করার পর আপলোড করতে এখানে ক্লিক করতে হবে।এখানে ক্লিক করলে নিচের মতো একটি  পাতা দেখতে পাবেেন, এখানে   profile photos এ mark করে দিবেন।

এবার upload art এ ক্লিক করে আপনার নির্দিষ্ট ফোল্ডারে রাখা ফ্রেমটি আপিলোড করে দিতে হবে।    


ফ্রেমটি আপলোড হয়ে গেলে এবার next button e click করতে হবে।  

 এবার প্রেমটির   নাম এবং কিওয়ার্ড (ট্যাগ) দিয়ে দিয়ে নেক্সট বাটন এ ক্লিক করতে হব।         

এবার পাবলিশ বাটনে ক্লিক করে ফ্রেমটি পাবলিশ কিরে দিতে হবে।

লেখাটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন, এছাড়াও ফেসবুক ফ্রেম বানানো নিয়ে কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন।
ধন্যবাদ।           

No comments

Featured post

কিভাবে NID কার্ড বের করা যায়?

NID কার্ড বের করবেন কিভাবে! NID (National identity card)  বের করার জন্য আপনার মোবাইলে / ডেস্কটপে অবশ্যই Chrome বা Mozila firefox যেকোনো একট...