ফেসবুক ব্লু ব্যাজ ভেরিফাই কিভাবে করব?

Share:

ফেসবুক ব্লু ব্যাজ ভেরিফাই কিভাবে করব?
যেভাবে আবেদন করবেনঃ




★ প্রথমে আপনাকে এখানে ক্লিক করতে হবে।
Verification type: আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইল ব্লু ভেরিফাই করতে চান তাহলে “Profile” সিলেক্ট করুন আর যদি পেইজ ব্লু ভেরিফাই করতে চান তাহলে “Page” সিলেক্ট করুন।
★ Provide your Facebook Profile’s link: এখানে আপনার ফেসবুক একাউন্ট এর লিঙ্ক দিন। যে আইডি ব্লু ভেরিফাই করতে চান।
★ Please attach a photo of your ID: এখানে একটি গভারমেন্ট ডকুমেন্ট দিন। আপনি যদি সরকারের কোনো উচ্চপদস্থ স্থানে কাজ করেন তাহলে এর সার্টিফিকেট দিন।
কিংবা আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনার স্কুলের সার্টিফিকেট সাবমিট করুন!
মোট কথা হল আপনি যে ফরমেট থাকেন না কেন, আপনার ডেট অফ বার্থ এবং নেইম অনুসারে রিয়াল ডকুমেন্টটি এখানে সাবমিট দিতে হবে।
এখানে অনেকেই একটি ভুল করে থাকেন আর সেটা হলো তারা কার্ড এডিট করে থাকেন, অন্যের কার্ড এডিট করে আপনি কখনোই আপনার ফেসবুক একাউন্ট ব্লু ভেরিফাই করতে সক্ষম হবেন না।
এমনি ছোটখাটো ভেরিফাই হবে তা হয়ে যেতে পারে! যেমন নেম ভেরিফাই কিংবা অন্য কিছু।
★ Additional information: এখানে আপনি আপনার নিজের সম্পর্কে কিছু লিখুন। তবে ভুয়া কিছু লেখা থেকে বিরত থাকাটাই শ্রেয়।
আপনি যেই ফরমেটে কাজ করেন না কেন, কিংবা আপনি যদি সেলিব্রেটি হন যে ফরমেটে সেলিব্রেটি তা বর্ণনা করুন।
★ তারপর সাবমিট করুন।
তবে এখানে একটি কথা স্পষ্ট করা যাক! আর সেটা হলো অনেকেই চায় যে ব্লু ভেরিফাই ফেইসবুক একাউন্ট ক্রয় করার জন্য। এটা আসলে অবৈধ একটি কাজ কিংবা আপনি চাইলে এটা কখনোই করতে পারবেন না, আপনি যদি অবৈধ উপায়ে ফেসবুক অ্যাকাউন্টে ব্লু ভেরিফাই করে নেন যদিও এটা সম্ভব নয়।
তাহলে ফেসবুক কর্তৃপক্ষ যখন নজরদারিতে আপনার ফেসবুক একাউন্ট ত্রিপুরা তখন তারা আপনার ব্লু ভেরিফাই Badge রিমুভ করে দিবে।
যদিও এটা কোন ক্ষেত্রে কাম্য নয়।তাই চেষ্টা করুন লিগাল উপায় ফেসবুক একাউন্ট ব্লু ভেরিফাই করার।
নোটঃ চেষ্টা করে দেখুন আমি ২ বছর চেষ্টা করেছি ৬ বার এপ্লাই করেছি,,, চেষ্টা করতে থাকুন,,বাকিটা ফেসবুক কতৃপক্ষের উপর৷

- MD Sabbir Ahmed এর ফেসবুক পেজ থেকে সংগৃহীত

No comments

Featured post

কিভাবে NID কার্ড বের করা যায়?

NID কার্ড বের করবেন কিভাবে! NID (National identity card)  বের করার জন্য আপনার মোবাইলে / ডেস্কটপে অবশ্যই Chrome বা Mozila firefox যেকোনো একট...