এফিলিয়েট মার্কেটিং করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করুন

Share:

যেগুলো থেকে আপনি খুব সহজেই ইনকাম করতে পারবেন। বাংলাদেশীদের জন্য কয়েকটি এফিলিয়েট মার্কেটিং সাইটঃ



আজকের এই পোস্টে আলোচনা করব বাংলাদেশিদের জন্য কয়েকটি এফিলিয়েট মার্কেটিং সাইট, এফিলিয়েট মার্কেটিং হচ্ছে একটি প্যাসিভ ইনকাম এর সোর্স। আপনার যদি একটি ওয়েব সাইট অথবা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ বা কোন বড়োসড়ো কোন ফেসবুক গ্রুপ থেকে থাকে, তাহলে আপনিও করতে পারবেন এফিলিয়েট মার্কেটিং। এফিলিয়েট মার্কেটিং খুবই সহজ একটি মার্কেটিং পদ্ধতি, যার মাধ্যমে আপনি সহজেই টাকা উপার্জন করতে পারবেন!

এফিলিয়েট মার্কেটিং হচ্ছে এমন একটি মার্কেটিং পদ্ধতি, যার মাধ্যমে কোন কোম্পানির কোন পণ্য আপনি বিক্রি করে দিলে সেই পণ্য থেকে নির্দিষ্ট পরিমাণ বা অংশ আপনি কমিশন পেয়ে যাবেন।

 যেমন ধরুন আপনি একটি কোম্পানির পণ্য বিক্রি করলেন সেটার মূল্য হচ্ছে 100 টাকা আপনার জন্য নির্ধারণ করে দেওয়া আছে আপনার কমিশন ১০ পার্সেন্ট তাহলে আপনি যদি, একটি পণ্য বিক্রি করতে পারেন তাহলে সেখান থেকে আপনার উপার্জন হবে 10 টাকা এবং যদি আরও দুটি বিক্রি করতে পারেন তাহলে আপনার উপার্জন হবে আরো 20 টাকা। 

বাংলাদেশ এরকম কিছু সাইট রয়েছে যেখান থেকে আপনি সহজেই এফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। আজকের এই পোস্টে আমি আলোচনা করব বাংলাদেশের কয়েকটি এফিলিয়েট মার্কেটিং সাইট নিয়ে, যেগুলো থেকে লোকজন হাজার হাজার টাকা ইনকাম করতে পারছেন

Robi Ten Minute School

প্রথমে আসি টেন মিনিট স্কুল নিয়ে, বর্তমানে রবি টেন মিনিট স্কুল এফিলিয়েট প্রোগ্রাম চালু করেছে। যার মাধ্যমে আপনি খুব সহজেই ইনকাম করতে পারবেন। রবি টেন মিনিট স্কুল মূলত বিভিন্ন কোর্স বিক্রি করে থাকে। 

আপনি যদি রবি টেন মিনিট স্কুলের একজন অ্যাফিলিয়েট মার্কেটার হয়ে থাকেন । তাহলে আপনার কাজ হবে তাদের কোর্সগুলো বিক্রি করা। তাদের কোর্সগুলো বিক্রি করতে পারলে আপনি প্রতিটি কোর্সের জন্য 15 পার্সেন্ট কমিশন পাবেন। এছাড়াও বিভিন্ন ক্যাম্পেইনে প্রমোশন করে আপনি এক্সট্রা কমিশন অর্জন করতে পারবেন, এমনকি তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ক্যাম্পেইনে যারা উইন হয় তাদেরকে টি-শার্ট এবং ক্রেস্ট  দিয়ে থাকে। টেন মিনিট স্কুল এফিলিয়েশনে মোট ৩ টি লেভেল আছে এই লেবেলগুলো পার করতে পারলে পর্যায়ক্রমে আপনার কমিশন এর পার্সেন্টেজ বাড়বে, তাই বর্তমানে টেন মিনিট স্কুলের এফিলিয়েশন প্রোগ্রামটি খুবি জনপ্রিয় হয়ে উঠেছে। আপনিও চাইলে টেনমিনিট স্কুলের একজন এফিলিয়েট মার্কেটার হিসেবে যুক্ত হতে পারবেন। 

Shikkho

বর্তমানে শিখো পড়ালেখা করার জন্য একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম। এই শিখো প্লাটফরমটি ও অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালু করেছে । আপনি চাইলে শিখো এর এফিলিয়েট অফিসার হিসেবে এখনই জয়েন করতে পারবেন । শিখো বর্তমানে 10 শতাংশ বা 15 পার্সেন্ট করে কমিশন দিয়ে থাকে।

BdShop.com

বিডিশপ ডট কম এ এফিলিয়েশন প্রোগ্রাম চালু আছে তবে বিডিশপের এপ্লিকেশন প্রোগ্রাম আমার কাছে ভালো লাগেনি কারন এরা আপনাকে কমিশন খুবই কম দেবে। বিডিশপ একটি প্রোডাক্ট সেলের বিপরীতে আপনাকে মাত্র ৩ পার্সেন্ট কমিশন দিবে। যেহেতু এটি বাংলাদেশী একটি ই-কমার্স সাইট তাই আপনি চাইলেই এই এফিলিয়েশন এ জয়েন হতে পারবেন। এটি বাংলাদেশী হওয়ায় আপনি খুব সহজেই এটির কাজ করতে পারবেন

Bohubhri

বহুব্রীহিতে আপনি এফিলিয়েট মার্কেটিং করতে পারবেন বহুব্রীহি হচ্ছে অনলাইন কোর্স বিক্রি করার  একটি প্রতিষ্ঠান। আপনিএকটি কোর্স বিক্রি করতে পারলে আপনি সেখান থেকে কমিশন পাবেন।

No comments

Featured post

কিভাবে NID কার্ড বের করা যায়?

NID কার্ড বের করবেন কিভাবে! NID (National identity card)  বের করার জন্য আপনার মোবাইলে / ডেস্কটপে অবশ্যই Chrome বা Mozila firefox যেকোনো একট...