ফেসবুক কাস্টম ইউজারনেম তৈরির বিস্তারিত জেনে নিন।

Share:

            facebook পেজের ইউজার নেম কিভাবে ক্রিয়েট করবেন ।

  • ফেসবুক অপেন করে ফেসবুকের ডান দিকের তিনটি লাইনের মতো বাটনে ক্লিক করুন।
  • এবার Pages এ ক্লিক করুন।
  • আপনার পেজটিতে ক্লিক করে পেজে প্রবেশ করুন।
  • এবার কভার ফটোর নিচে থাকা create page @username লেখাটিতে ক্লিক করুন।
  •  এবার একটি ইউজার নেম দিতে হবে ।
  • যদি ইউজার নেম available থাকে তাহলে create username এ ক্লিক করতে হবে। আর যদি username isn’t available লেখা থাকে তাহলে অন্য একটি ইউজার নেম দিতে হবে।

ফেসবুক পেজ / প্রোফাইলের এর কাস্টম ইউজারনেম তৈরি করার সময় যে জিনিসগুলো মনে রাখতে হবেঃ

  • যে ইউজার নেম ইতিমধ্যে পূর্বে নেয়া হয়ে গেছে সে ইউজার নেম আপনি কখনো আপনার প্রোফাইল অথবা পেজে ব্যাবহার করতে পারবেন ন।
  • আপনার পেজের / প্রোফাইলের ইউজার নেম শুধুমাত্র একটি হবে।
  • ইউজার নেম তৈরির ক্ষেত্রে  শুধুমাত্র আলফানিউমেরিক ক্যারেক্টার (A-Z, 0-9) এবং (“.”) ব্যাবহার করতে পারবেন। তবে ফুল স্টপ পর কোনো এক্সটেনশন (.com, .xyz, .org, .net) ব্যাবহার করতে পারবেন না।
  • ইউজার নেম অবশ্যই ৫ ক্যারেক্টার অথবা এর বেশি হতে হবে। যেমনঃ mk.design.bd.18 

ফেসবুক ইউজারনেম এর গুরুত্ব ও সুবিধা

  • আপনার যদি ফেসবুক ইউজার নেম সেট করা থাকে তাহলে অন্য ব্যক্তি আপনাকে সহজেই ফেসবুকে সার্চ করে খুঁজে বের করতে পারবে। অনেকে সময় আমাদের বিভিন্ন বন্ধু বান্ধব বা কোন ব্যক্তিকে ফেসবুকে এড করার প্রয়োজন পড়ে তখন আমরা সাধারণত তার নাম ও মোবাইল বা ইমেল দিয়ে সার্চ করে বের করা চেষ্টা করে থাকি। কিন্তু এর ফলে দেখা যায় অনেকের আইডি আসে না এর অন্যতম কারণ হলো যেই ব্যক্তি খুঁজছেন সেই ব্যক্তির কোন ফ্রেন্ড আপনার ফ্রেন্ড নাই। যদি সেই ব্যক্তির কোন ফ্রেন্ড আপনার সাথে এড থাকে তাহলে তার নাম দিয়ে সার্চ করলে সহজেই পেয়ে যান। এই ক্ষেত্রে আমাদের যদি ইউজার নেম থাকে তাহলে সেটা দিয়ে সার্চ দিলে প্রথমে শুধু তারই আইডি আসবে।আপনি যদি কাউকে ফ্রেন্ড করতে চান তাহলে তার কাছে থেকে আপনি তাহার ইউজারনেম জেনে নিন এবং সার্চ করুন আর যদি আপনাকে সে রিকুয়েষ্ট পাঠাতে চাই তাহলে তাকে আপনার ইউজার নেম টা দিয়ে দিন।
  • আমরা সাধারণ ফেসবুকে লগিন করার জন্য ফোন নাম্বার বা ইমেইল ব্যবহার করে থাকি কিন্তু আমাদের যদি ফেসবুক ইউজার নেম সেট করা থাকে তাহলে সেই ইউজারনেম দিয়েও আমরা লগিন করতে পারি। ফেসবুকে লগিন করার জন্য যে নাম্বার বা ইমেইল ইনপুট দেওয়ার জন্য যে বক্স থাকে সেখানে শুধু ইউজারনেম দিবেন আর পাসওয়ার্ড বক্সে পাসওয়ার্ড দিয়ে লগিন এ ক্লিক করবেন লগিন হয়ে যাবে। আর হ্যাঁ এছাড়া আপনি আপনার ফেসবুক আইডি এর ইউনিক আইডি নাম্বার দিয়েও ফেসবুকে লগিন করতে পারেন।
  • ফেসবুক ইউজার নেম সেট করা থাকলে আপনি যদি ভুলে জান যে কোন ইমেল বা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন তাহলে চিন্তা থাকবে না ইউজারনেম দিয়ে লগিন করতে পারছেন।
  • আমাদের অনলাইন বা অফলাইন জগতে অনেক সময় আমাদের ফেসবুক আইডি লিংক দিতে হয় আর যদি সেই আইডি তে কোন ফেসবুক ইউজার নেম সেট করা না থাকে তাহলে আইডির লিংক টা বড় হয়। তাই যদি আপনি ইউজারনেম সেট করে রাখেন তাহলে বার বার লিংক কপি ও করা লাগছে শর্ট লিংক হবে এবং মনেও থাকবে।

ফেসবুক পেজের ইউজার নেম তৈরির করার ক্ষেত্রে  মনে রাখতে হবেঃ

  • পেজের ইউজার নেম পাল্টাতে হলে আপনাকে অবশ্যই পেজের এডমিন হতে হবে । পেজের একজন মোডারেটর কখনোই ইউজার নেম চেঞ্জ করতে পারবে না।
  • একসাথে অনেকগুলো নতুন পেজ খোলা পর আপনি তাৎক্ষণিকভাবে পেজের ইউজার নেম চেঞ্জ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার পেজে যখন ২৫ টি লাইক বা ফলো হবে তখন ইউজার নেম চেঞ্জ করতে পারবেন। এছাড়া এর আগে করার চেষ্টা করলে আপনাকে ফেসবুক এই ওয়ার্নিং দিবে (this page isn’t eligible to have a username.)

Releted search:
  • facebook username and password
  • facebook user id to name
  • facebook username change link
  • how to find facebook username of friends
  • facebook username seggestions
  • how to find facebook username on android
  • facebook username change
  • facebook username login

1 comment:

Featured post

কিভাবে NID কার্ড বের করা যায়?

NID কার্ড বের করবেন কিভাবে! NID (National identity card)  বের করার জন্য আপনার মোবাইলে / ডেস্কটপে অবশ্যই Chrome বা Mozila firefox যেকোনো একট...